
গত বছর জনপ্রিয় কৌতুক অভিনেতা ভারতীর সময়টা মোটেও ভালো যায়নি। মাদককাণ্ডে ভারতী আর তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার নাম উঠে এসেছিল। মুম্বাইয়ে তাঁদের দুটি বাসায় তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো গাঁজা উদ্ধার করেছিল। ভারতী আর হর্ষকে তাঁরা গ্রেপ্তার করেছিল। পরে জামিনে মুক্তি পান এই দম্পতি।
নাচের রিয়েলিটি অনুষ্ঠান ‘ডান্স দিওয়ানে’তে ৭০ শতাংশ কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছেন ভারতী সিং। ‘কপিল শর্মা’ শোর জন্যও ৫০ শতাংশ কম পারিশ্রমিক নেবেন ভারতী ,
এ প্রসঙ্গে ভারতী বলেছেন, ‘সবাইকে পারিশ্রমিক কর্তন সমস্যায় ভুগতে হচ্ছে। আমিও ব্যতিক্রম নই। অনেক দরদাম করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি।
তবে গত এক বছরে কত কাজ বন্ধ হয়ে গেছে। টেলিভিশন ধারাবাহিক বা শোর জন্য চ্যানেল কর্তৃপক্ষ স্পনসর পাচ্ছে না। তাই তারা কোথা থেকে টাকা আনবে। অনেকেই তার নিজের পায়ে দ্বিতীয়বার দাঁড়ানোর চেষ্টা করছে। একবার আমরা ভালো রেটিং পেয়ে গেলে স্পনসর আপনা থেকেই পাওয়া যাবে। আর আমাদের পারিশ্রমিক বেড়ে যাবে।’
সনি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় কমেডি শো ‘কপিল শর্মা’তে ফিরতে পেরে দারুণ খুশি ভারতী। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘সাত মাস পর আবার ফিরতে চলেছি। এই মহামারির সময় কমেডি শো হওয়া খুব জরুরি।’
More Stories
বউ প্রতিদিন বাসা থেকে বের করে দেয় : শহিদ কাপুর
ফেরাউনের বংশধর বাংলাদেশে এখনো আছে: ওমর সানী
আইনের নজরলে পড়লেন আল্লু অর্জুন