
হার্ড রক ব্যান্ড ওয়ারফেজ ৩৫ বছর ধরে গানে গানে তারুণ্যকে আন্দোলিত যেমন করেছে, তেমনি প্রেমের সাগরেও ভাসিয়েছে। তারুণ্যের জনপ্রিয় এই গানের দল এবার নাম লেখাল চলচ্চিত্রে। প্রথমবারের মতো তারা কোনো সিনেমার জন্য গাইতে যাচ্ছে। শুধু তা–ই নয়, ওয়ারফেজ–ভক্তদের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে, ছবিটির চিত্রায়ণেও অংশ নেবেন গানের দলের সদস্যরা।
চলচ্চিত্রে ওয়ারফেজের গান গাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ড্রামার ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু। গত বৃহস্পতিবার দুপুরে ওয়ারফেজের এই সদস্য জানান, গিরগিটি সিনেমার জন্য টাইটেল গানটি করবেন তাঁরা। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দলটির চুক্তি স্বাক্ষরও হয়েছে।
৩৫ বছরের পথচলায় ২০১১ সালে একবার ও ২০১৫ সালে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রে গান তৈরির প্রস্তাব পায় ওয়ারফেজ। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে–বলে না মেলায় সেই দুটি ছবির গান তৈরি করা হয়নি বলে জানান টিপু। গিরগিটি ছবির ব্যাপারে ওয়ারফেজ দলনেতা বলেন, ‘অনেকে ভাবতে পারেন, শুটিং করছি মানে অভিনয়ের ব্যাপার আছে। আসলে তা নয়। আমরা শুধু গানটির চিত্রায়ণে অংশ নেব। কীভাবে হবে, তা পরে পরিচালকের সঙ্গে বসে ঠিক করা হবে।’
ওয়ারফেজ ব্যান্ডের বর্তমান লাইনআপ টিপু, কমল, পলাশ, শামস, সামির, রজার ও সৌমেন। সিনেমার গানের ব্যাপারে টিপু বলেন, ‘গানের কথা আমরা হাতে পেয়েছি। এরই মধ্যে কিছু পরিবর্ধন ও পরিমার্জন করে আমরা গানটির কথা চূড়ান্ত করেছি। গানটি নিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা চলছে। যেহেতু সিনেমায় প্রথম গান, আমরাও চাই ভিন্ন রকম কিছু একটা যেন দিতে পারি। গানের কম্পোজিশনও চূড়ান্ত হয়ে গেছে।’
সিনেমার গানে পর্দায় উপস্থিতির ব্যাপারে টিপু বলেন, ‘সিনেমার গানে আমরা একটু ভিন্নভাবে নিজেদের দেখতে চেয়েছি। তাই গান তৈরির পাশাপাশি আমরা ভিজ্যুয়াল নিয়েও ভাবছি। এতে গান ও ছবিটি নিয়েও দর্শকের একটা বড় ধরনের আগ্রহ তৈরি হবে। ছবির গানটি করার ব্যাপারে আমরা যখন সবাই রাজি হই, তখন পুরো কাজটি পরিপূর্ণভাবে করতে চেয়েছি।’
গিরগিটি সিনেমার পরিচালক সৌরভ কুন্ডু। ছবিটি তৈরি হচ্ছে আপস্টুডিও প্রোডাকশন হাউস অ্যান্ড পাবলিকেশন্সের ব্যানারে। পরিচালক বলেন, ‘ওয়ারফেজ ব্যান্ডের প্রতি ভালোবাসা, আবেগ এবং সিনেমার গল্পের চাহিদার কারণে গানে তাদের সম্পৃক্ত করেছি।’ সৌরভ আরও বলেন, ‘ছাত্রজীবনে ওয়ারফেজ শুনে বেড়ে উঠেছি। মনে হতো ব্যান্ডের গানগুলো বুঝি আমাদের তরুণদের জন্যই গাওয়া। আমাদের সিনেমার ধরনটাও হচ্ছে ক্রাইম সাসপেন্স থ্রিলার। সেই জায়গা থেকে মনে হয়েছে, সিনেমার গল্পটা বলতে চাই, গল্পে ওয়ারফেজের মিউজিক ও গান সবেচেয়ে বেশি জুতসই।’
গিরগিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, এ বি এম সুমন। ২০ জানুয়ারি থেকে মানিকগঞ্জে ছবিটির শুটিং শুরু হচ্ছে।
১৯৮৪ সালের ৬ জুন গড়ে ওঠা ব্যান্ড ওয়ারফেজ প্রতিষ্ঠার কয়েক বছর পর ১৯৯১ সালের ২১ জুন ওয়ারফেজ নামের অ্যালবাম দিয়ে অডিও বাজারে যাত্রা শুরু করে। হার্ড রক আর হেভি মেটাল ধাঁচের ‘একটি ছেলে’, ‘বসে আছি’, ‘বিচ্ছিন্ন আবেগ’, ‘স্বাধিকার’, ‘কৈশোর’,‘বৃষ্টি নেমেছে’ গানগুলো রীতিমতো সাড়া ফেলে দেয় তরুণদের মধ্যে।
More Stories
বউ প্রতিদিন বাসা থেকে বের করে দেয় : শহিদ কাপুর
ফেরাউনের বংশধর বাংলাদেশে এখনো আছে: ওমর সানী
আইনের নজরলে পড়লেন আল্লু অর্জুন