June 26, 2022

Knight TV

fight for justice

সম্পর্ক উন্নয়নে সৌদি-পাকিস্তান একসঙ্গে কাজ করবে

  • ২৮ জুলাই, ২০২১

সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য দেশ ২ টি এখন থেকে একসঙ্গে কাজ করবে। গতকাল মঙ্গলবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান পাকিস্তানে ১ দিনের রাষ্ট্রীয় সফরে এসে একথা বলে গেছেন। 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলন  পরিচালনা করেন। এ সময় তাদের  বৈঠকে ​২ দেশের অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তি ক্ষেত্রে  সম্পর্ক আরো সুদৃঢ় করতে ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। 

এর আগে মে মাসে ৩ দিনের সফর করতে সৌদি আরব গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেছেন। সে সময় ইমরান খান সৌদি-পাকিস্তান এর সম্পর্কে বিরাট উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করতে একটি সুপ্রিম কোঅর্ডিনেশন কাউন্সিল প্রতিষ্ঠায় তিনি সম্মতি জানিয়েছিলেন।