June 26, 2022

Knight TV

fight for justice

সব ফ্লাইট স্থগিত,বন্যার কারণে – দুবাই বিমানবন্দর

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারি বৃষ্টির পর বন্যার কারণে দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

শনিবার এক টুইট বার্তায় একথা জানিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। বন্যার পানি বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। একারণে শনিবার বহির্গামী সব ফ্লাইটের সময় পেছানো ও স্থগিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি ও ভিডিওতে বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে ডুবে থাকতে দেখা যায়। বিমানবন্দরের কার্যক্রম যত দ্রুত সম্ভব আবারও স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে, দুবাইয়ে গত কিছুদিন ধরে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।