June 26, 2022

Knight TV

fight for justice

সব প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর বন্ধ

করোনাভাইরাসের কারণে দেশের সব প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার প্রত্নতত্ত্ব অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে করোনাভাইরাসের প্রকোপ হওয়ার কারণে জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আগামী ২ এপ্রিল পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের জন্য দেশের সকল প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর বন্ধ ঘোষণা করা হলো। তবে দাফতরিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, করোনাভাইরাসে দেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী এবং তারা একই পরিবারের সদস্য। সবমিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল।