
সোমবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের চাকায় পিষ্ঠ হয়ে এক অজ্ঞাত যুবক পথচারী (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
দুর্ঘটনার পরই শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। শ্যামলী পরিবহনে ড্রাইভার, সুপারভাইজার,হেলপারসহ মেহেরপুর ও গাংণী এলাকার ১০ জন যাত্রী ছিল। তবে গাড়ীতে থাকা কেউ নিহত কিংবা গুরুত্বর আহত হননি।ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবি সদস্যদের সহায়তায় শ্যামলী গাড়ীর পিছনের গ্লাস ভেঙ্গে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।
কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার কুষ্টিয়া বিজিবি সেক্টর ‘কিছুক্ষণ’ ক্যান্টিনের সামনে দুর্ঘটনা হয়
More Stories
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন!৮ কোম্পানির বিরুদ্ধে মামলা
নোটিশ দিয়ে চা-রুটি-পরোটার দাম বৃদ্ধি!
চাকরি দেওয়ার নামে তরুণীকে রাতভর গণধর্ষণ, ভিডিও ধারণ