
Indian Bollywood actress Kajol Devgn poses as she attends a press conference for the campaign Help A Child Reach 5 in Mumbai on March 19, 2014. AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
কাজল অভিনেত্রী তনুজা ও পরিচালক সমু মুখার্জির মেয়ে। ‘বেখুদি’ দিয়ে বলিউডের খাতা খুলেছিলেন তিনি। তাঁর সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছকুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’।
কাজলের ক্যারিয়ারের গতি যদিও ইদানীং কিছুটা স্লথ। অথচ গত শতকের নব্বই ও শূন্য দশক ছিল তাঁর দখলে। হিন্দি ছবির দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় তাঁর নতুন ছবি ‘ত্রিভঙ্গ’। ২০২১ সালের জানুয়ারি মাসের এ ছবিতে দেখা দেন নৃত্যশিল্পী কাজল।
গতকাল সোমবার শুটিং শুরু করেছেন বলিউড তারকা কাজল দেবগন। শুটিংয়ের আগে মেকআপ নেওয়ার ভ্যানে বসে ছবি তুলে সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেন কাজল। শুটিংয়ে ফিরতে পেরে নিজের আনন্দ যেন ধরে রাখতে পারছিলেন না।
ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘অনেক দিন পর শুটিং সেটে ফিরলাম। কী যে ভালো লাগছে, যেন পার্টি করতে এসেছি।’ তার এ উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়েছে লাখো ভক্তের মধ্যেও। অন্তত সেই পোস্টে লাখখানেক লাইক দেখে সেটাই বোঝা যায়।
শুটিংয়ে ফিরে যেন মহা আনন্দে আছেন কাজল। শুটিং ভ্যান থেকে মেকআপের ছবি পোস্ট করে যেন সে কথাই জানালেন।
More Stories
বউ প্রতিদিন বাসা থেকে বের করে দেয় : শহিদ কাপুর
ফেরাউনের বংশধর বাংলাদেশে এখনো আছে: ওমর সানী
আইনের নজরলে পড়লেন আল্লু অর্জুন