
- ১৭ আগস্ট, ২০২১
লর্ডস টেস্টে ইংল্যান্ডকে বিশাল এক ব্যবধানে হারিয়েছে ভারত। মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহঈবং ইশান্ত শর্মাদের দুর্দান্ত বোলিংয়ে তাদের ১৫১ রানে পরাজিত করেছে। শেষদিনে বল হাতে ১ উইকেট নিলেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।
লর্ডসকে বলা হয়ে থাকে ক্রিকেটের মক্কা। ক্রিকেটের যাত্রা শুরু হয় এই মাঠেই। এখানে কেউ ৫ উইকেট নিলে বা সেঞ্চুরি করলে সেই ক্রিকেটারের নাম তুলে রাখা হয় স্টেডিয়ামের অনার্স বোর্ডে। গতকাল শেষ হওয়া টেস্টে ১০০ হাঁকিয়ে বোর্ডে নাম লিখান ভারতের ওপেনার লুকেশ রাহুল। সত্য যে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিসরা টেস্টে কখনো ৫০ ই করতে পারেননি এই মাঠে।
টেস্ট ক্রিকেটে লর্ডসে শচীনের সর্বোচ্চ স্কোর ছিল ৩৭, পন্টিংয়ের ৪২ ও ক্যালিসের ৩১। গতকাল রেকর্ড ছাড়িয়ে গেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।
More Stories
বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা
ডারবান টেস্ট নিয়ে আইসিসিকে ‘অভিযোগ’ জানাবে বাংলাদেশ
তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়