
২৯ জুলাই, ২০২১
টোকিও অলিম্পিকে রিকার্ভ এককের খেলায় মাত্র এক পয়েন্টের জন্য হারতে হল রোমান সানাকে। এবার মেয়েদের একক খেলায় দিয়া সিদ্দিকীও লড়াই করে ১ম রাউন্ড থেকে বিদায় নিলেন। বেলারুশের কারিনা দিওমিনসকায়ার এর নিকটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৬-৫ সেট পয়েন্টে হারতে হয়েছে দিয়া কে। নির্ধারিত সময়ে ৫টি সেট ড্র হলে শুট অফে ১০-৯ পয়েন্টে এর জন্য হার দেখেন দিয়া।
আজ রিকার্ভ নারী এককের এলিমিনেশন রাউন্ডের ১ম সেটে বেলারুশের জিওমিনসকায়া কারইয়ানার বিপক্ষে খেলার সময় ১ম সেট এ ২৩-২২ পয়েন্টে জিতে শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশের এ নারী।
পরের ২ সেটেও সমান স্কোর করায় জমে ও উঠেছিল খেলা। কিন্তু ৪র্থ সেট হেরে ২য় রাউন্ডে ওঠার স্বপ্ন টা অনিশ্চিত হয়ে যায় দিয়ার। শেষ রাউন্ড জিতে আবার ফিরে এলেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত সময় ১ম ৫ সেট শেষ হয়; ৫-৫ সেট পয়েন্টে।
প্রতিপক্ষ দল ১০ স্কোর করলেও দিয়া ৯ স্কোর করে খেলা শেষে শ্যুট অফে হেরে গিয়েছেন।
More Stories
বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা
ডারবান টেস্ট নিয়ে আইসিসিকে ‘অভিযোগ’ জানাবে বাংলাদেশ
তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়