June 26, 2022

Knight TV

fight for justice

ম্যান ভার্সেস ওয়াইল্ড – শুটিংয়ে অংশ নেবেন বিরাট ও দীপিকা

জনপ্রিয় এডভেঞ্চারাস টিভি শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রজনীকান্তের পর এবার বেয়ার গ্রিলসের সঙ্গে বন্য অভিযানে দেখা যাবে অক্ষয় কুমারকে। বিয়ার-অক্ষয়ের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর শুটিং গত বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে এবার গ্রিলসের সঙ্গে জঙ্গল অভিযানে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ দুই তারকার জন্যই থাকছে বিশেষ পর্ব। ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ১৪টি পর্বের শুটিং হচ্ছে ভারতে। এর দুই পর্বের শুটিংয়ে অংশ নেবেন বিরাট ও দীপিকা।

প্রসঙ্গত, বিরাট কোহলি ভীষণ অ্যাডভেঞ্চার-প্রিয়। রোমাঞ্চের আমেজ নিতে গত বছরই স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে ভুটানে ঘুরে এসেছিলেন। দীপিকাও নতুন বিষয়ে অভিজ্ঞতা নিতে ভালোবাসেন। আর তাই গ্রিলসের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোটি দু’জনেই যে বেশ উপভোগ করতে পারবেন, তা বলা বাহুল্য। বন্য প্রকৃতির সান্নিধ্যে প্রতিকূলতার মাঝেও কীভাবে জীবনযাপন করতে হয়, সেই উপায়ই গ্রিলসের কাছ থেকে শিখে নেবেন বিরাট কোহলি এবং দীপিকা পাড়ুকোন।