
- সোমবার,১৯ জুলাই, ২০২১
ফ্রান্সের ক্লাব মোনাকো থেকে লেফটব্যাক ফুদ বালু-তুরেকে চার বছরের চুক্তিতে দলে ভিরিয়েছে এসি মিলান। দুই ক্লাবই পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। তবে কেউই ট্রান্সফার ফির বিষয়টি উল্লেখ করেনি।
পিএসজির যুব দলে ক্যারিয়ার শুরু করেছিলেন বালু-তুরে। ২০১৭ সালে তিনি আরেক ফরাসি ক্লাব লিলে যোগ দেন। দলটির হয়ে ১৮ মাসে ৪৭ ম্যাচ খেলেন এই লেফটব্যাক। এরপর ২০১৯ সালের জানুয়ারিতে আবার যোগ দেন মোনাকোতে। মোনাকোর হয়ে তিনি খেলেন ৭৪ ম্যাচ।
এছাড়াও ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে আট ম্যাচ খেলেছেন তিনি। ২০১৯ -২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলেছেন। পরে বেছে নেন সেনেগালকে। এসি মিলান এবারের ঘরোয়া মৌসুম শুরু করবে আগামী ২২ অগাস্ট সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
More Stories
বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা
ডারবান টেস্ট নিয়ে আইসিসিকে ‘অভিযোগ’ জানাবে বাংলাদেশ
তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়