
- ২৫ জুলাই ২০২১
চোটের লেগে যাওয়ার কারণে জিম্বাবুয়ে সফরে মুস্তাফিজুর রহমানকে আর পায়নি বাংলাদেশ। সে অভাবে মেটাতে তাসকিন-শরীফুলরা নিজেদের খেলা দিয়ে প্রমাণের চেষ্টা করছেন। পেস বোলিংয়ে আক্রমণের জন্য সেরা হাতিয়ার মাত্র দুটি ম্যাচে পেয়েছে বাংলাদেশ। ফিজের মাঠে না থাকা যথারীতি দলকে ভূগিয়েছে। তরুণ শরীফুল চেষ্টা করে যাচ্ছেন, মুস্তাফিজের না খেলতে পারার অভাব পূরণ করতে। তাছাড়া শনা গেছে মুস্তাফিজের থেকে তিনি এখন বেশ ভালো পরামর্শ পাচ্ছেন।
খেলোয়াড় শরিফুল বলেছেন, ‘মুস্তাফিজ ভাই এখন একটু অসুস্থতায় ভুগছেন তার চটের কারণে। উনি না থাকায় দল সামান্য চাপের ভেতর আছে। আমি চেষ্টা করছি, যেন দলকে চাপে সামলে রাখা যায় একটু হলেও। যদি কোনো বাজে বল করি, তখন মুস্তাফিজ ভাই আমাকে অনুশীলনে বা ম্যাচের পর ভুল ধরিয়ে দেন এবং অনেকটা কোচের সাহায্য করেন শেখাতে। ওটিস গিবসন ও তিনি আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন।’ ‘ব্যাটসম্যানকে কীভাবে পড়তে হয় সে নিয়ে গিবসন আমাকে তার সাধ্য মতো সহায়তা করছেন। তারপর নতুন বলে ও পুরাতন বলে দুততেই অনুশীলন করছি। সেগুলো ম্যাচে প্রয়োগ করার পর পর ই ভালো ফল আসছে।
More Stories
বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা
ডারবান টেস্ট নিয়ে আইসিসিকে ‘অভিযোগ’ জানাবে বাংলাদেশ
তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়