
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এর নির্মাণ কাজ শুরু হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া।
প্রযোজক এখন ব্যস্ত আছেন ‘শিকারা’ ছবির প্রচারণা নিয়ে। এর মাঝেই তার পরবর্তী কাজ নিয়ে কথা বলেন। জানান, ‘মুন্না ভাই-৩’-এ থাকছেন সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি।
‘আমি মুন্না ভাই তৈরি করতে চাই। কিছু ফানি চলচ্চিত্র আনতে চাই। অবশেষ আমরা আমাদের বিষয়বস্তু পেয়েছি, যা আমরা করতে চাই।’ বললেন, প্রযোজক বিধু বিনোদ চোপড়া।
আরও যোগ করে বলেন, ‘‘কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে নির্মিত ‘শিকারা’ ছবিটি। এটি মুক্তির পর শুরু করব মুন্না ভাইয়ের কাজ। অবশ্যই এতে সঞ্জয় ও তার সঙ্গীরা থাকবেন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ছবিটির কাজ শুরু হচ্ছে।’’
ছবিতে সঞ্জয় অভিনয় করেন মুরলি প্রসাদ শর্মার চরিত্রে। তার সহকারী হিসেবে থাকেন সার্কিট চরিত্রে আরশাদ ওয়ার্সি।
কমেডি ঘরানার ছবি দুটি ‘মুন্না ভাই এমবিবিএস’ ও ‘লাগে রাহো মুন্না ভাই’ পরিচালনা করেছেন রাজ কুমার হিরানি। ২০০৩ সালে প্রথম ও ২০০৬ সালে দ্বিতীয় কিস্তি এসেছিল। ‘লাগে রাহো মুন্না ভাই’-এর মুক্তির ১৪ বছর পর শুরু হতে যাচ্ছে পরবর্তী সিক্যুয়েলের কাজ
More Stories
বউ প্রতিদিন বাসা থেকে বের করে দেয় : শহিদ কাপুর
ফেরাউনের বংশধর বাংলাদেশে এখনো আছে: ওমর সানী
আইনের নজরলে পড়লেন আল্লু অর্জুন