
- ৬ আগস্ট, ২০২১
১২ লাখ ৯৫ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে থাকা এশিয়ার অন্যতম বড় মরুভূমিকে জঙ্গলে পরিণত করবে চিন। মরুভূমির বড় জুড়ে গড়ে তোলা হচ্ছে সবুজ প্রাচীর।
সেজন্য অনেক এগিয়েও গেছে বেইজিং। মরুভূমির যে অংশ জঙ্গলে পরিণত হয়ে গেছে সেই হিসেব করলে দেখা যায় বিশ্বের সর্ববৃহৎ মানুষ নির্মিত অরণ্য এটিই।
চীনের উত্তরাঞ্চলের বড় অংশ জুড়ে রয়েছে এই মরুভূমি। চীনের জলবায়ুর উপর মরুভূমির বিরূপ প্রভাব বাড়তে থাকে মার্চ এবং এপ্রিল মাসে। মরুর ধুলোয় ঢেকে যেত উত্তরাঞ্চল থেকে রাজধানী বেইজিং পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। বছরের এই ২ মাস নিজেদের সম্পূর্ণ না ঢেকে বাইরে বের হতেই পারতেন না কেউ। যানবাহন চলাচল থেকে শুরু করে বিমানের ওঠানামাও বাধার মুখোমুখি হত।
অন্য দিকে মরুভূমির আকারও ক্রমশ বেড়ে চলছে। প্রতি বছর এই গোবি মরুভূমি অন্তত ৩৬০০ বর্গ কিলোমিটার ঘাসজমি দখল করে নিচ্ছে আর মরুঝড়ে ঢাকা পড়ে যাচ্ছে মাটির উপরের অংশ।
এরই মধ্যে মরুভূমির ৫ থেকে ১৫ শতাংশ অঞ্চল অরণ্যে পরিণত করে দিতে সক্ষম হল চীন। সব কিছুকে গ্রাস করে ফেলা মরুভূমিকেও রুখে দিতে পেরেছে অনেকটাই।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০