
প্রকাশ: ২৬ আগস্ট ২১ ।
দেশের সব বিশ্ববিদ্যালয় আগামী ১৫ অক্টোবর খুলে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। সভায় ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তার আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া স্কুল-কলেজ আরও পরে খোলার বিষয়ে সিদ্ধান্ত হয় সভায়।
More Stories
এইচএসসির ফল প্রকাশ আগামীকাল, জানা যাবে যেভাবে
শিক্ষাপ্রতিষ্ঠান শিগগিরই খুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
১২ সেপ্টেম্বর থেকেই ক্লাস শুরু: শিক্ষামন্ত্রী