June 26, 2022

Knight TV

fight for justice

ফেটে গেল ব্লুটুথ হেডফোন, তরুণের মৃত্যু

  • আগস্ট, ২০২১

ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। কথা বলার সময়, কানে লাগানো ব্লুটুথ হেডফোন ফেটে মৃত্যু হলো এক তরুণের। ২৮ বছর বয়সী সেই তরুণ জয়পুর জেলার চোমু শহরের উদয়পুরি গ্রামের অধিবাসী ছিল।

পুলিশ বলেছে, রাকেশ কুমার নাগর নামের এই যুবক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে বসে কানে হেডফোন দিয়ে কথা বলছিলেন ।ঠিক তখনই হেডফোনের চার্জিং প্লাগ ইলেকট্রিক বোর্ডে লাগানো ছিল। ফলে ডিভাইসটি ফেটে যায় এবং নাগর  সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তারপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসা চলাকালীন সময়ে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল জানায়, দুটো কানই বিস্ফোরণে হয়ে নষ্ট হয়ে যায় তার।

পুলিশ বলেছে, ডিভাইসটি ফেটে যাওয়ার সাথে সাথেই জখম হয়ে অজ্ঞান হয়ে পড়েননাগর। তারপর হাসপাতালে নিয়ে আসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান যুবক।