June 27, 2022

Knight TV

fight for justice

‘ফক্স’ শব্দটি বাদ দিচ্ছে ডিজনি

সিনেমা ভালোবাসেন এমন যে কেউই ‘টুয়েন্টিনথ সেঞ্চুরি ফক্স’ শব্দগুলোর সঙ্গে অতিপরিচিত। এবার এই মুভি স্টুডিওর নামটি পাল্টে যাচ্ছে। ডিজনি স্টুডিওটি থেকে ‘ফক্স’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে এটার নতুন নাম হতে পারে ‘টুয়েন্টিনথ সেঞ্চুরি স্টুডিও’। তবে নাম বদলে গেলেও এর লোগো একই থাকছে।

বদল হচ্ছে ফক্স সার্চলাইট পিকচার্সেরও নাম। এখন এর নাম হবে শুধু ‘সার্চলাইট পিকচার্স’। গত বছর ৭১ বিলিয়ন ডলারে ফক্সের বিনোদন ব্যবসা অধিগ্রহণ করে নেয় ডিজনি।

রুপার্ট মারডকের ফক্স করপোরেশনের অধীনে থাকা ফক্স নিউজ ও ফক্স ব্রডকাস্ট নেটওয়ার্কের কারণে ডিজনির ফক্স মুভি স্টুডিওর ব্রান্ডটির নাম নিয়ে বেশ দ্বিধা তৈরি হয়েছিল।

সে কারণেই নাম পরিবর্তন করা হচ্ছে বলে ধারণা করছে সবাই। তবে ডিজনির অধীনের ফক্স টেলিভিশন প্রোডাকশন ব্যবসা, টুয়েন্টিনথ সেঞ্চুরি ফক্স টেলিভিশন ও ফক্স টুয়েন্টিওয়ান টেলিভিশন স্টুডিওর ক্ষেত্রে নাম পরিবর্তন হয়নি।