
বুধবার (১১ আগস্ট) ভোর সোয়া ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে গণভবনের প্রধান ফটকের বিপরীত পাশে লরিচাপায় এটি এম মোতাকাব্বির হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মোতাকাব্বিরকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার এসআই মো. সাইদ বলেন, ওই মোটরসাইকেল চালককে একটি লরি চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লরিটি শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মোতাকাব্বির মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের বি ব্লকের ৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি আমিনুল ইসলামের ছেলে।
More Stories
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন!৮ কোম্পানির বিরুদ্ধে মামলা
নোটিশ দিয়ে চা-রুটি-পরোটার দাম বৃদ্ধি!
চাকরি দেওয়ার নামে তরুণীকে রাতভর গণধর্ষণ, ভিডিও ধারণ