
- শুক্রবার, ২৩ জুলাই ২০২১
আজ প্রথমবারের মতো তিব্বতে সফর করলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। গত তিন দশকের বেশি সময়ের মধ্যে এটিই ছিল দেশটির শীর্ষ কোনো নেতার তিব্বত ভ্রমণ।
গত বুধবার তিব্বতের দক্ষিণ–পূর্বে নিয়াংঝি মেইনলিং বিমানবন্দরে পৌঁছান সি চিন পিং। সিসিটিভির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সি চিন পিং তিব্বতে পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানাতে আসেন অনেকে। তাঁরা তিব্বতের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। এ সময় তাঁদের চীনের পতাকা ওড়াতে দেখা যায়। এরপর তাঁকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। পরে সি চিন পিং ইয়াং সেতু পরিদর্শন করেন। সেখান থেকে তিনি ইয়ারলুং সাংপো ও ইয়ান নদীবাহিত এলাকার পরিবেশ সুরক্ষা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নিয়াংঝি শহরের উন্নয়নসংশ্লিষ্ট নানা বিষয় খতিয়ে দেখতে নিয়াংঝি সিটি প্ল্যানিং মিউজিয়ামসহ নানা এলাকা পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার নিয়াংঝি রেলস্টেশনে যান। সেখানে তিনি সিচুয়ান-তিব্বত রেলওয়ের কার্যক্রম পরিদর্শন করেন এবং তিনি ট্রেনে করে রাজধানী লাসার উদ্দেশে রওনা হন।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০