
- ১২ আগস্ট, ২০২১
মেসি বর্তমানে পিএসজির। বার্সেলোনা ২১ বছর থাকার পর আর্জেন্টাইন তারকার বর্তমান ঠিকানা এখন প্যারিস এ। প্যারিস শহরে বাসা খোঁজা শুরু করেছেন মেসি। এই অবস্থায় বাসা সমস্যা সমাধানে্র জন্য এগিয়ে আসলেন স্পেনে থাকাকালে মেসির চিরশত্রু রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস।
আর্জেন্টাইন তারকা পরিবার নিয়ে এখন প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলে আছেন। যতদিন তার বাসা সমস্যা সমাধান হবে না ততদিন এখানেই থাকবেন বলে জানান মেসি। হোটেল যত অভিজাতই হোক না কেন সেখানে তো আর চিরতরে থাকা জায় না। তাই সার্জিও রামোস মেসিকে বলেছে, ‘তুমি আমার বাসায় উঠো।’
রামোস এর আগেও একবার মেসিকে তার বাসায় উঠার প্রস্তাব দিয়েছিলেন। বার্সেলোনার সাথে মেসির চুক্তি নিয়ে জটিলতা্র চলার সময়, রামোস ঠাট্টা করে জানিয়েছিলেন, মেসি যদি রিয়ালে যোগ দেন, তাহলে ১ম কয়েক সপ্তাহ মেসিকে তার বাসায় থাকতে দিতে রাজি রামোস। তবে এবার আর ঠাট্টা করেনি তিনি।
More Stories
বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা
ডারবান টেস্ট নিয়ে আইসিসিকে ‘অভিযোগ’ জানাবে বাংলাদেশ
তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়