
- ২৫ জুলাই, ২০২১
ফ্রান্সের রাজধানী প্যারিসে করোনা টিকা কার্যক্রম এ বিরোধিতাকারীদের বিরুদ্ধে দাঙ্গা-বিরোধী পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে তাদের থামাতে না পেরে।
বিবিসির এক প্রতিবেদনে থেকে জানা যায় যে, ২ জন পুলিশ আরোহীসহ একটি মোটর সাইকেলকে প্রতিবাদকারীদের উল্টে ফেলে, সেটা দেখে পুলিশ সেই প্রতিবাদকারীদের শহরের গারে সেইন্ট লাজারে রেল স্টেশনে ধাওয়া করে নিয়ে যায়।
রাজধানীর বেশিরভাগ রাস্তাগুলোতে বাড়তি কিছু পুলিশের উপস্থিতি দেখা যায় । চ্যাম্পস এলিসিস এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ ঘটিত হলে সেখানে পুলিশ কাঁদানে গ্যাস ব্যববার করে প্রতিবাদকারীদের থামানোর জন্য। এসব কারণে যানবাহন চলাচল ও প্রায় অনেকক্ষণ বন্ধ ছিল। তাতে ভোগান্তিতে পড়ে জনগন।
ডানপন্থী রাজনীতিবিদদের ডাক দেওয়া আরেক প্রতিবাদে করোনা বিধি-নিষেধ বিরোধিতাকারীরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। তাতে লক্ষ করা যায়, স্বৈরাচার বন্ধ হোক। ফ্রান্সের অন্যান্য শহর যেগুলো রয়েছে যেমন, মার্সেই, মন্টপেলিয়ের, নান্টেস এবং টুলুসেও বিক্ষোভের কর্মসূচি নেয়া হয়।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০