
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের ক্যাম্প তাজি এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (হাশদ আল-শাবি) ঘাঁটিতে শনিবার যে বিমান হামলা হয়েছে, তা যুক্তরাষ্ট্র চালায়নি বলে দাবি করেছেন পেন্টাগনের এক মুখপাত্র।
শনিবার ভোরের ওই হামলায় আল-শাবির এক শীর্ষ কমান্ডারসহ ছয়জন নিহত হয়। হামলার পরপরই আন্তর্জাতিক গণ্যমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্র ফের হামলা করেছে।
এর আগে শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেয়মানিকে হত্যা করে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তাকে হত্যা করা হয়।
তবে শনিবারের হামলার বিষয়টি অস্বীকার করে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গঠিত মার্কিন সামরিক বাহিনীর বিশেষ কমান্ড অপারেশন ইনহারেন্ট রিজল্ভের (ওআইআর) মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস বলেন, ‘ইনহারেন্ট রিজল্ভ জোট সাম্প্রতিক দিনগুলোতে (বাগদাদের উত্তরে) ক্যাম্প তাজির কাছে কোনো বিমান হামলা করেনি।’
ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি (পিএমইউ) ঘাঁটিতে শুক্রবার রাতে এ হামলায় গোষ্ঠীটির আরও এক শীর্ষ কমান্ডারসহ ছয়জন নিহত হয়।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০