
- ২৮ আগস্ট ২০২১
আফগানিস্তানের কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ত্রাসী হামলার খবর সারা বিশ্বের পত্র–পত্রিকার প্রথম পাতার শিরোনামে স্থান করে নিয়েছে। অনেক পত্র–পত্রিকাই তাদের খবর পরিবেশন করেছে বোমা বিস্ফোরণের পর রক্তাক্ত ও হতবিহ্বল দুই নারীর একটি ছবি জুড়ে দিয়ে।
যুক্তরাজ্যের অর্ধডজন পত্রিকার প্রথম পাতায় ছাপানো প্রধান ছবিটি এএফপির জন্য তুলেছেন ওয়াকিল খোসার। গার্ডিয়ান–এর খবরের শিরোনাম, ‘কাবুলে হত্যাযজ্ঞ: বিমানবন্দরে বোমা হামলায় কয়েক ডজন লোক নিহত’। এ ছবিই ব্যবহার করে দ্য টেলিগ্রাফ এ–সংক্রান্ত খবরের শিরোনাম করেছে, ‘কাবুল বিস্ফোরণে ১২ মার্কিন সেনা নিহত’। দ্য মিরর–এর শিরোনাম, ‘বর্বরোচিত’।
দ্য মেইলও ওই ছবি ছাপিয়েছে। শিরোনাম, ‘আত্মসমর্পণের করুণ মূল্য’। দ্য সান–এর প্রথম পাতার শিরোনাম হলো, ‘পৃথিবীর বুকে নরক’। সঙ্গে ছাপানো হয়েছে এক শিশুর ছবি। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ঘটনাস্থলে থাকা শিশুটির হাতে দেখা যাচ্ছে একটি ব্রিটিশ পাসপোর্ট।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০