
- ৫ আগস্ট, ২০২১
অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের একের বেশি জেলা। বানের পানিতে ২৩ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েক লাখ হেক্টর কৃষিজমি।
বানের কবল থেকে রেহাই পাওয়ার জন্য ত্রাণশিবিরে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে। অতিবৃষ্টি ও বন্যার কারণে গতকাল বুধবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও দেয়ালচাপা পড়ে ৬ জন, পানিতে ডুবে গেছে ৭ জন, বজ্রপাতে ৬জন ও বিদুৎস্পৃষ্ট হয়ে ২ জন মারা গেছে। ভূমিধসে আরো ২ জনের প্রাণহানি ঘটেছে।
পশ্চিমবঙ্গ সরকার বলছে, এক লাখ ১৩ হাজার ১৮১ জনকে দুর্গত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ৩৬১ স্থানে ত্রাণশিবির খোলা হয়েছে। ত্রাণশিবিরগুলোতে ৪৩ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০