June 27, 2022

Knight TV

fight for justice

নোয়াখালীতে সর্বনিম্ন শনাক্ত

নোয়াখালীতে তিন দিন ধরে জেলায় নতুন সংক্রমণের হার ৩০ শতাংশের নিচে। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও কম। আজ শুক্রবার,২১৫ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৫১ শতাংশ।এ ছাড়া ২৪ ঘণ্টায় জেলা শহরের কোভিড হাসপাতালে করোনায় মারা গেছেন আরও ২ জন। আজ জেলা সিভিল সার্জনের কার্যালয় ও কোভিড হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ জেলার দুটি করোনা পরীক্ষাকেন্দ্রে ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৬ দশমিক ৫১ শতাংশ।কোভিড হাসপাতালের আবাসিক চিকিৎসক ও সমন্বয়ক চিকিৎসক নিরুপম দাশ বলেন, গত ২৪ ঘণ্টায় শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলার মাইজদীর বাসিন্দা তপুরা বেগম (৬৯) ও চাটখিল উপজেলার আমেনা বেগম (৬১)।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ৯, সুবর্ণচরের ৩, বেগমগঞ্জের ৫, সোনাইমুড়ীর ১০, কবিরহাটের ১৪ ও কোম্পানীগঞ্জের ১৬ জন রয়েছেন। নতুন শনাক্ত হওয়া রোগীসহ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৬২২। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ১১৪ জন।