
বেনাপোল বন্দর থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধের চালান একটি কাভার্ড ভ্যানে করে পাচার করা হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে ডেপুটি কমিশনার এস এম শামিমুর রহমান তার আইআরএম টিম নিয়ে বন্দরে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ বিপুল পরিমান ওষুধ জব্দ করেন। আটকের সময় গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এসএম শামীমুর রহমান জানান, বেনাপোল বন্দরের ভেতর থেকে ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।
বেনাপোল বন্দরে ৩০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ সহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা। বুধবার বিকেলে ডেপুটি কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা ওষুধের চালানটি আটক করে।
More Stories
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন!৮ কোম্পানির বিরুদ্ধে মামলা
নোটিশ দিয়ে চা-রুটি-পরোটার দাম বৃদ্ধি!
চাকরি দেওয়ার নামে তরুণীকে রাতভর গণধর্ষণ, ভিডিও ধারণ