
ইংরেজি নতুন বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে আতশবাজি ও বাড়ির ছাঁদসহ খোলা জায়গায় অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ (রোববার) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মহানগর পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম।
তিনি জানান, সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এবং রাত ৮টার পর কূটনৈতিক অঞ্চলে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ সদস্য মাঠে নিয়োজিত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।
৩১ ডিসেম্বর সকাল ছয়টা থেকে পহেলা জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর সকল বারে বন্ধ বিক্রি বন্ধ থাকবে। পাশাপাশি ফাইভ স্টার হোটেলগুলোর বার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
তিনি আরো জানান, যানজট এড়াতে নয়াপল্টনে আজ বিএনপি’র সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ
More Stories
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন!৮ কোম্পানির বিরুদ্ধে মামলা
পদ্মা সেতু চালু হবে এ বছরের জুনেই
বাংলাদেশের পরিণতি শ্রীলংকার মতো হতে পারে ? জবাবে যা বললেন প্রধানমন্ত্রী