
- ২২ আগস্ট, ২০২১
ক্রিকেটের নতুন সংস্করণ দ্যা হান্ড্রেডের প্রথম আসর শুরু হয়েছে শনিবার রাতে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। ফাইনালে বার্মিংহাম ফনিক্সকে ৩২ রানে পরাজিত করেছে তারা।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী মাঠ লর্ডসে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটে ১৬৮ রান করে টিম ব্রেভ। ওপেনার পল স্টার্লিং ৩৬ বলে ৬১ রান করেন। ১৯ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হোয়াইটলি। তাছাড়া ২০ বলে ২৭ রান করেন আলেক্স ডেভিস।
সেই ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটে ১৩৬ রানে থেমে যায় বার্মিংহাম। ফলে ৩২ রানে জয় পায় সাউদার্ন। লিয়াম লিভিংস্টন ৪৬ ও মঈন আলী ৩৬ রান করেন বার্মিংহামের হয়ে। দূর্দান্ত এই ফাইনালের ম্যাচসেরা হয়েছেন পল স্টার্লিং এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন লিয়াম লিভিংস্টোন।
More Stories
বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা
ডারবান টেস্ট নিয়ে আইসিসিকে ‘অভিযোগ’ জানাবে বাংলাদেশ
তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়