June 29, 2022

Knight TV

fight for justice

দক্ষিণ আফ্রিকার সহিংসতায় নিহতের সংখ্যা ২৭৬।

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আটকের পর থেকে দক্ষিণ আফ্রিকায় সহিংসতা শুরু হয়েছে। সেখানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৭৬ দাঁড়িয়েছে জন। দেশটির রাষ্ট্রপতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সহিংসতায় এখন পর্যন্ত কোয়াজুলু-নাটাল প্রদেশে ২৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া গওতেংয়ে নিহত হয়েছে আরো ৪২ জন।

জিততে ভুলে গেছে শ্রীলঙ্কা
আগের চেয়েও কঠোর হবে কাল থেকে শুরু হওয়া লকডাউন!
কোয়াজুলু-নাটাল প্রদেশের একজন মেয়র জানান, দাঙ্গা ও সহিংসতা শুরুর পর থেকে কোয়াজুলু-নাটালে কমপক্ষে ৮০০টি দোকানে লুটপাট চালানো হয়েছে। লুটপাট হওয়া পণ্যের মূল্য প্রায় ১০০ কোটি ডলার।

জুমাকে গ্রেপ্তারের পর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই ছড়িয়ে পড়ে এবং সহিংস হয়ে ওঠে। দোকানপাট লুটের এবং শুরু হয় ভাঙচুর। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জুমাকে গ্রেপ্তার করা নিয়ে ক্ষোভের পাশাপাশি যুক্ত হয় লকডাউনে প্রচুর মানুষের চাকরি যাওয়া এবং খাদ্যদ্রব্যের দাম আকাশচুম্বী হয়ে যাওয়ার ঘটনা।

সূত্র : রয়টার্স।