June 27, 2022

Knight TV

fight for justice

ডেঙ্গু আক্রান্তের হার উর্ধমূখী।

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হওয়ায় এডিস মশা বাড়ছে, একই সাথে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই প্রায় দুশোর উপরে ডেঙ্গু রোগী রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় ভর্তি হচ্ছেন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৯৪ জন ঢাকার বাসিন্দা। একসাথে করোনা ও ডেঙ্গুর প্রকোপকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদিও মশক নিধনে দ্রুত পদক্ষেপ নেবার কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন উত্তরের মেয়র।

প্রতি এক বছরের ব্যবধানে ভয়াবহভাবে ফিরে আসছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখেরও বেশি মানুষ। আর সেবার মৃত্যুবরণ করেন ১৭৫ জন। এ বছরও থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত। এমন পরিবেশ এডিস মশার বংশ বিস্তারে অনুকূল, ফলাফল ডেঙ্গু আক্রান্তের হার উর্ধমূখী।

প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে। রাজধানীর অনেক হাসপাতালই কোভিড ডেডিকেটেড হওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে এসে। রাজধানীর মিডফোর্ড হাসপাতালে দেখা গেল ডেঙ্গু রোগীর বাড়তি ভিড়।

চিকিৎসকরাও স্বীকার করলেন আগস্ট মাস ডেঙ্গুর জন্য খারাপ সময়, রোগীর চাপ বাড়ছে প্রতিদিনই।

বেশিরভাগ রাজধানীবাসী সচেতন নন। একটু বৃষ্টিতেই খোলা পাত্র আর বারান্দার টবে জমছে পানি। মশক নিধনে বিশেষ অভিযান চালাচ্ছে দুই সিটি কর্পোরেশন। যার ফলে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি উত্তরের মেয়রের। সংশ্লিষ্টরা বলছেন যে কোন উপায়ে নিয়ন্ত্রণে আনতে হবে ডেঙ্গুকে। করোনার হার এখন ক্রমেই উর্ধমূখী এর মধ্যে ডেঙ্গুও যদি মাথাচাড়া দিয়ে ওঠে তবে ভেঙ্গে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা।