
- ২৬ আগস্ট ২০২১
বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথের জীবনে ১৯৯৯, ২০১৭ ও ২০২১ এই তিন বছরের আছে আলাদা গুরুত্ব। সাবেক লঙ্কান স্পিনার ১৯৯৯ ও ২০১৭ সালে খেলোয়াড় হিসেবে পেয়েছিলেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর স্বাদ। ২০২১ সালে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়ে কোচ হিসেবে তিনি আবারও পেলেন সেই তৃপ্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ দলের বিজয় উৎসব হেরাথকে যেন ফিরিয়ে নিয়ে গিয়েছিল খেলোয়াড়ি জীবনে।
জিম্বাবুয়ে সিরিজ থেকেই হেরাথ বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শকের দায়িত্বে আছেন। আর এই সিরিজ থেকেই জয়ের রথ ছুটছে বাংলাদেশের। জিম্বাবুয়েকে তাদের মাটিতে তিন সংস্করণেই হারানোর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখার এই মানসিকতাকেই বাংলাদেশ দলের জন্য বড় প্রাপ্তি মনে করেন হেরাথ, যেটা নিউজিল্যান্ড সিরিজেও হবে দলের বড় শক্তি। কাল হেরাথ বলছিলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে জেতার পর দলের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আছে। আমরা কদিন পরই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলব। আমি নিশ্চিত, নিউজিল্যান্ড সিরিজেও আমরা জয়ের মানসিকতা ধরে রাখতে পারব।’
More Stories
বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা
ডারবান টেস্ট নিয়ে আইসিসিকে ‘অভিযোগ’ জানাবে বাংলাদেশ
তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়