June 29, 2022

Knight TV

fight for justice

জাপানে ভূমিকম্প, কেঁপে উঠল অলিম্পিক ভিলেজ

  • আগস্ট, ২০২১

 আজ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিওর পূর্ব প্রান্ত। টোকিও অলিম্পিক ভিলেজে সকাল সাড়ে  ৫ টায় ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ভূমিকম্প থেকে ‍সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার  নিম্নে এই ভূমিকম্পের উৎপত্তি। গেমস ভিলেজে  অবস্থিত সাংবাদিকরা প্রায় ৩ মিনিট ধরে কম্পন অনুভব করেছেন। একজন সাংবাদিক টুইটারে লিখেছেন, গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’ আরেকজন আবার  লিখেছেন, ‘প্রায় ৩ মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করেছি।’ অস্ট্রেলিয়ার এক সাংবাদিক খবর সম্প্রচার করার সময়ই এই ভূমিকম্প হয়।