
- ৭ আগস্ট, ২০২১
জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা করার পরিকল্পনার দাঁয়ে ২ জন কে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তারা ২ জনই ছিলেন মিয়ানমারের নাগরিক। নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি অফিস বলেছে, ফিও হেইন হুত ও ইয়ে হেইন যাউ পরিকল্পনা করেছিলেন যে তারা ভাড়া করা আততায়ীর মাধ্যমে রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলা করবেন। যেন তিনি সেই পদ থেকে সরে যান।
গত ফেব্রুয়ারির দিকে মিয়ানমার সেনাবাহিনী আশা করার পর থেকে তিনি সামরিক সরকারের বেশ সমালোচনা করে আসছেন। সামরিক জান্তা পরে তাকে বাতিল করে- কিন্তু তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের যে প্রতিনিধিত্ব তা ব্যাহত রেখেছেন।
সর্বশেষ এই কাণ্ডের ব্যাপারে কোনো কিছু বলেনি মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের পর সারা দেশজুড়ে অনেক মিছিলে শত শত মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে শিশুরাও।
নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সদস্য সবাই সহ আরও অনেক নেতাকর্মীকে আটক করেছে।মার্কিন অ্যাটর্নি অফিস থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে , ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ মিলে যে পরিকল্পনা তৈরি করছিলেন, জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতের ওপর হামলা চালানো হবে। এই হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল আমেরিকার মাটিতে ।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০