
- ২৯ জুলাই, ২০২১
চীনে এক বিলিয়নিয়ারকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে পুলিশ। বিবিসি এক প্রতিবেদনে জানায় যে, বিলিয়নিয়ার সান দাওয়ের বয়স প্রায় (৬৭) তার বিরুদ্ধে বিবাদে জড়ানো ও উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ প্রমাণ হয়েছে।
চীন সরকার দাবি করেছে, দোষ প্রমাণ হওয়ার পর তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ পদ্ধতিতে জমি দখল, সরকারি স্থাপনায় হামলার জন্য গণ জমায়েত আর সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগও এসেছে তার নামে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৮ বছর কারাদণ্ডের পাশাপাশি তাকে ৩. ১১ মিলিয়ন ইয়ান এর অর্থদণ্ডও করা হয়।
চীনে করপোরেট ব্যক্তি যারা আছেন তার মধ্যে সাজার সর্বশেষ উদাহরণ হলেন ব্যবসায়ী সান। এর আগে তিনি মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ের সমালোচনা করেছিলেন বলে জানা যায়।
সরকার পরিচালিত এক ফার্মের সাথে জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা ছিল তার।পরবর্তীতে ২০২০ সালেই সানকে আটক করা হয়। সেই মুহূর্তেসান দাউ বলেছিলেন, পুলিশের সঙ্গে ঝামেলা থাকায় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। নিজের বিরুদ্ধে থাকা অনেক অভিযোগ অস্বীকার করে ‘নিজেকে কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য’ বলে দাবি করে এই ব্যবসায়ী।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০