June 29, 2022

Knight TV

fight for justice

চীনেও ডেল্টা আতঙ্ক, নানজিং প্রদেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ

  • ৩০ জুলাই, ২০২১

করোনাভাইরাস মহামারিতে আবারো বিপদের মুখে পড়েছে চীন। এবার করোনা রূপ পাল্টে ‘ডেল্টা’ হয়ে  যাওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে চীনে। উত্তর চীনের নানজিং প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনার এই ধরন। 

অনেক সংখ্যক করোনা পরীক্ষা করে, নানা স্থানে করোনা থেকে বাঁচতে কড়া বিধিনিষেধ থাকার পরেও নানজিংয়ের বিমানবন্দর থেকে ছড়িয়ে পড়তে শুরু করে এই সংক্রমণ।

করোনা সংক্রমণের কাছে ছাড় পায়নি বেইজিংও, সেখানে ডেল্টা ধরনে আক্রান্ত ১ জনের করোনা ধরা পড়ে। সরকারিভাবে বলা হয়েছে, সেই ব্যক্তি সম্প্রতি নানজিং এ গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমণ নিয়ে তিনি বেইজিংয়ে এ ফিরেছেন।