
- ২৮ জুলাই, ২০২১
টনি ইয়োকা, তিনি হলেন ফ্রান্সের অলিম্পিক সোনাজয়ী বক্সার। তবে বক্সিং এর ক্ষেত্রে নয়, তিনি এখন আলোচিত মেসিকে নিয়ে মন্তব্য করায়। এ বছর ব্যালন ডি‘অর জয়ের খেলায় মেসিকে এগিয়ে রাখার ক্ষেত্রে ভীষণ খেপেছেন। কারণ টা হোল মেসিকে তিনি এবারের ব্যালন ডি’অরের যোগ্য বলে মনে করেন না।
ইনস্টাগ্রামে বিশাল একটি পোস্ট দিয়ে তিনি দেখাতে চেয়েছেন যে মেসি ব্যালন ডি’অরের যোগ্য নন। তিনি লিখেছেন, আমরা এমন একটা সময়ে বাস করছি যখন লা লিগায় ৩য় অবস্থানে থাকা একটি দলের খেলোয়াড়কে ব্যালন ডি’অর দিতে চাই আমরা। যার দল চ্যাম্পিয়নস লিগের ১৬-তে ঘরের মাঠেই ১-৪ গোলে হেরে গিয়েছে, তাকে ব্যালন ডি’অর দিতে চাই। এমন একজনকে ব্যালন ডি’অর দিতে চাই, যে কিনা সুপারকোপা ডি এস্পানার ফাইনালে লালকার্ড খেয়ে ম্যাচ হেরেছে। শুধু চিলি, ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে ৪টি গোল করার জন্য আমরা তাকে ব্যালন ডি’অর কে দিতে চাচ্ছি।’ইয়োকা আরো বলেন, ‘সে লা লিগায় ২৯ গোল করেছে যার মধ্যে ২৪টিই পয়েন্ট ই আছে তালিকার নিচের ৭ দলের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগে সে ৫ গোল করেছে এবং এর মধ্যে ৪টিই পেনাল্টি থেকে। সে যদি এটা জিতে যায় তাহলে এটি হবে এবারের খেলার ইতিহাসে সবচাইতে নোংরা ব্যালন ডি’অর।
More Stories
বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা
ডারবান টেস্ট নিয়ে আইসিসিকে ‘অভিযোগ’ জানাবে বাংলাদেশ
তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়