June 29, 2022

Knight TV

fight for justice

কোর্টে নেমেই শিরোপা জয় সানিয়া মির্জার

প্রায় বছর দুই তিনি কোর্টে নামেননি। ছোট্ট ইঝানের বেড়ে ওঠার সময়ে তিনি পাশে ছিলেন। হোবার্টের কোর্টে সানিয়া মির্জা ছড়িয়ে দিলেন সোনা রোদ্দুর। নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনাল ট্রফি জিতে নিলেন সানিয়া।

১ ঘন্টা ২১ মিনিটের লড়াইয়ে সানিয়া ও ইউক্রেনের নাদিয়া ৬-৪, ৬-৪-এ হারালেন চিনা জুটি শাউই পেং ও শুয়াই ঝাংকে।

ফাইনালে শুরুটা দারুণ করেন সানিয়া ও নাদিয়া জুটি। প্রথম গেমে তাঁরা ব্রেক করেন চিনা জুটিকে। পরের গেমেই অবশ্য নিজেদের সার্ভিস নষ্ট করেন। এর পরে একটা গেম সানিয়ারা জেতেন তো পরের গেমেই ফিরে আসেন চিনা জুটি। প্রথম সেটের ফলাফল যখন ৪-৪, তখনই সানিয়ারা ফের ব্রেক করেন প্রতিপক্ষকে।

প্রথম সেট আর জিততে সমস্যা হয়নি তাঁদের। দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে ব্রেক করে এগিয়ে যান সানিয়ারা। দ্বিতীয় গেমেও একসময়ে খেলার ফল ছিল ৪-৪। এই সময়ে সানিয়া ও নাদিয়া চাপ বাড়ান পেং ও ঝাং-য়ের উপরে। ম্যাচ জিততেও আর সমস্যা হয়নি তাঁদের।