June 27, 2022

Knight TV

fight for justice

কাবুলে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০

  • ২৭ আগস্ট, ২০২১ 

রাজধানী কাবুলে বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। নিউজ ১৮ এবং জি-নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিনের বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে আরো অন্তত ১৫০ জন। এদের মধ্যে বেশির ভাগই আফগান নাগরিক। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, হতাহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছে।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএসকেপি। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট- খোরাসান প্রদেশের আত্মঘাতী বোমা হামলাকারীরা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গতকাল এই হামলা চালিয়েছে।

তাদের আতঙ্কিত আক্রমণে যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাবাহিনীর লোক মারা গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দোষীদের খুঁজে বের করা হবে। হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।