June 26, 2022

Knight TV

fight for justice

করোনা ইউনিটে কিশোরসহ ২২ জনের মৃত্যু

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে ১৬ বছরের এক কিশোরসহ ২২ জনের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০০ রোগীসহ ভর্তি ৫৫৩ জন। এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়া এবং সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন থাকার রেকর্ড এটি। ভর্তি হওয়া রোগীদের মধ্যে আইসিউতে ২২ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষায় ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৭৪ শতাংশ। আজ সকাল পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১৬ হাজার ৩৭৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৮১ জন এবং করোনায় জেলায় মারা গেছেন ১৭৫ জন।