
১৫ আগস্ট, ২০২১
করোনায় আক্রান্ত হয়ে জনপ্রিয় টিভি অভিনেতা সাজু খাদেমের মা তহুরুন্নেসা মারা গেছেন। আজ (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি কভিড-১৯ পজিটিভ ছিলেন। অভিনেতার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ।
সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
সাজু খাদেমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সেখানেই মাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তিনি।
More Stories
বউ প্রতিদিন বাসা থেকে বের করে দেয় : শহিদ কাপুর
ফেরাউনের বংশধর বাংলাদেশে এখনো আছে: ওমর সানী
আইনের নজরলে পড়লেন আল্লু অর্জুন