
- ১৪ আগস্ট, ২০২১
সমাপ্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ৪-১ ব্যবধানের ভিত্তিতে হারলো সফরকারী অস্ট্রেলিয়া। বাংলাদেশের মাটিতে এই সিরিজ হারের কারণ হিসেবে কন্ডিশনকে দোষ দিচ্ছেন অস্ট্রেলিয়ার ফল অধিনায়ক রিকি পন্টিং। কন্ডিশনের কারণেই বাংলাদেশ এমন দাপট দেখিয়েছে- বলেন পান্টার
পন্টিং বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে এর জন্য অস্ট্রেলিয়া দলটি অনভ্যস্ত হওয়ায় পারফরম্যান্সে ভরাডুবি হয়েছে। এমন কন্ডিশনে আমাদের জ্ঞানের স্বল্পতা আবারো ব্যর্থতা দেখতে বাধ্য করলো। ক্রিকেট নিয়ে যতটুকু স্মৃতি মনে পড়ে ওই ততটুকুতেই কন্ডিশন নিয়ে আমাদের ভোগান্তি বিদ্যমান। বেশি ভোগান্তিতে পড়তে হয়েছিল টেস্টে।’
বাংলাদেশে ব্যর্থতার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার কয়েকজন তারকার অনুপস্থিতিতেও দায়ী করেছেন পন্টিং। বলেন, ‘সফরকালে অস্ট্রেলিয়ার ১ম সারির ১০ জন ক্রিকেটার ছিলেন না। বিশ্বকাপে তারা চলে আসলে দল ঠিকই ভালো করবে।
More Stories
বাংলাদেশে না থাকলে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তাম : উপুল থারাঙ্গা
ডারবান টেস্ট নিয়ে আইসিসিকে ‘অভিযোগ’ জানাবে বাংলাদেশ
তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল বলতেই হয়