
- ১৪ আগস্ট, ২০২১
আফগানিস্তানের কান্দাহারের পর এখন লোগার প্রদেশের রাজধানী দখল করে নিল তালেবানরা। রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরে রয়েছে তালেবান।
লোগারের প্রাদেশিক রাজধানী পুল-ই-আলম দখল করে তালেবান। শহর পার হয়েই কাবুল সীমান্ত।
মার্কিন গোয়েন্দাদের ধারণা মাত্র ১ মাসের মধ্যেই কাবুল দখলে নিতে পারে তালেবান এবং ৯০ দিনের ভেতরে তারা আফগানিস্তান ও দখল নিতে পারে।
এদিকে লোগারের পুলিশ সদর দপ্তর ও প্রাদেশিক কেন্দ্র এখন দখলে নিয়ে কাবুল দখলের জন্য প্রস্তুতি নিচ্ছে তালেবান। পরিস্থিতি বিবেচনার পর তালেবানদের সাথে এরই মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়ে ফেলেছে আফগান সরকার।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০