
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্র ঘুরে দেখা গেছে- রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রের অন্তত ১৫টি কেন্দ্রে টিকাদান কেন্দ্রগুলোতে অনেক মানুষ টিকা নিতে লাইনে অপেক্ষা করছে। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকার জন্য। কেউ কেউ সকাল ৭-৮টার মধ্যে টিকা নিতে চলে গিয়েছেন কেন্দ্রে কেন্দ্রে। শনিবার সকাল ৯টা থেকে এক এক করে টিকা গ্রহন করেন তারা। সরেজমিনে গিয়ে দেখা গেছে টিকা নিতে আসা পুরুষের চেয়ে নারীদের সংখ্যা অনেক বেশী। কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন। সবার হাতে হাতে ভোটার আইডি কার্ডের ফটোকপি। দেখে মনে হবে কোনো জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিতে এসেছেন ভোটাররা। কিন্তু বাস্তবে তা নয়। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের শরীরে এন্টিবড়ি তৈরীতে করোনার গণটিকা নিতেই এই দীর্ঘ লাইন।
রাজশাহী জেলার ৭৩টি ইউনিয়নেই গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথে টিকা দেয়া হচ্ছে। প্রতিটি বুথে ৬০০ জন করে টিকা পাবেন। টিকাদানে বৃদ্ধ, প্রতিবন্ধি ও নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।
More Stories
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন!৮ কোম্পানির বিরুদ্ধে মামলা
নোটিশ দিয়ে চা-রুটি-পরোটার দাম বৃদ্ধি!
চাকরি দেওয়ার নামে তরুণীকে রাতভর গণধর্ষণ, ভিডিও ধারণ