
- ২৮ জুলাই, ২০২১
উত্তরপ্রদেশের বরাবাঁকিতে এক সড়ক দুর্ঘটনায় মোট ১৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এই পর্যন্ত আহত হয়েছে ২৪ জন। দুর্ঘটনার সময় এ তাদের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা যায়। গত ২৭ জুলাই রাতে লখনৌ থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরের পথে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ডাবল ডেকার বাসে চড়ে ১৪০ জন শ্রমিক পাঞ্জাবের আম্বালা থেকে বিহারে যাওয়ার সময়। রাত ১২টা নাগাদ বাসটি খারাপ হয়ে যায় এবং অপেক্ষা করতে করতে বাসটির কাছে রাস্তায় সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা গেছে ১৮ জন শ্রমিক। এরপর আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে সাথে সাথে ই ঘটনাস্থলে চলে যায় পুলিশ। মৃতদের দেহ উদ্ধার কাজের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০