
- বৃহস্পতিবার,১৫ জুলাই, ২০২১
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের সময় দোভাষী হিসেবে সহায়তা দেওয়া আফগানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সে কারনে আফগান দোভাষীদের সরিয়ে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আফগান দোভাষীরা বিপদে পড়ার শঙ্কা রয়েছে।
হোয়াইট হাউসের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, অপারেশন অ্যালাইস রিফিউজি নামের একটি প্রকল্পের মাধ্যমে আফগান দোভাষীদের সরিয়ে নেওয়া হবে।বিষয়টি বিবেচনা করে তাদের সরিয়ে নেওয়া সিদ্ধান্ত হয়েছে।
হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে,এই বছর এর জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে সেই কাজ শুরু হবে।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০