
- ২৫ জুলাই ,২০২১
তালিবান আর সরকারি সেনার লড়াইয়ে ক্রমশই দিন দিন অশান্ত হয়ে পড়ছে আফগানিস্তান। এই অবস্থায় সে দেশে যাওয়া ভারতীয় পর্যটক এবং কর্মরত নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি্ করেছে ভারতীয় দূতাবাস।
শনিবার এক সরকারি নির্দেশিকায় বলা হয়, ‘আফগানিস্তানের পরিস্থিতি এখন বিপজ্জনক রয়েছে এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি সাধারণ মানুষকে নিশানা করছে। ভারতীয়দেরও হামলার শিকার হওয়ার সম্ভাবনা অনেক’। এই পরিস্থিতিতে বিনা প্রয়োজনে আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের। কর্মরতদের রাস্তাঘাটে যাতায়াতের সময় বিশেষ ভাবে সতর্ক থাকার জারি নিরদেশ করা হয় যেন শঙ্কা কম থাকে। জনসমাগম বাজার, শপিং মল, মন্দির এবং রেস্তরাঁয় না যাওয়ার জন্য বলা হয়েছে।
তালিবান আধিপত্য বাড়ায় সম্প্রতি মাজার-ই-শরিফ এবং কন্দহর শহরের ভারতীয় কনস্যুলেট বন্ধ করা হয়েছে। সেখানে যে ভারতীয় কূটনীতিক এবং নিরাপত্তাকর্মী কাজ করে তাদের দেশে ফেরানোর কাজ চলছে। এই সপ্তাহে কাবুলে তালিবানের রকেট হামলার পর সেখানকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়েও চিন্তিত বিদেশমন্ত্রকগণ। ভয়ের কারন হল, গত দুদশকে অনেকবার জঙ্গি নিশানা হয়েছে।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০