
গত মঙ্গলবার তালেবানের হামলায় বেঁচে যাওয়ার পর গত বুধবার তালেবানের পক্ষ থেকে নতুন করে হুমকি দেওয়া হয় আফগান সরকারের নেতাদের ।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আফগানিস্তানে সাম্প্রতিক মারাত্মক হামলার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। এ ছাড়া জরুরি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, তালেবান সতর্ক করে বলেছে, আফগান নেতাদের লক্ষ্য করে আরও হামলা চালানো হবে। গত মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ির কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ ঘটনার মধ্য দিয়ে কাবুলেও যুদ্ধ ছড়িয়ে পড়েছে।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর গত মে মাস থেকেই দেশটিতে হামলা জোরদার করেছে তালেবান গোষ্ঠী। তাদের দমন করতে আফগান সরকার ও মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বিমান হামলা চালানো হয়। গত বুধবার তালেবান জানায়, কাবুলে হামলার ঘটনা ওই বিমান হামলার প্রতিশোধ।
More Stories
ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া
১০ দিন পর ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০