June 29, 2022

Knight TV

fight for justice

আজ মুক্তি পাচ্ছে ‘জোয়ার ভাটা’

২০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রকে তাঁর ফিলোসফিক্যাল ট্রিলজির দ্বিতীয় পর্ব বলতে চাইছেন পরিচালক সুমন আনোয়ার। দ্বিতীয়বারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জোয়ার ভাটা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন পরিচালক সুমন

করোনার মধ্যেই গত বছরের শেষ দিকে ঢাকার অদূরে পুবাইলে জোয়ার ভাটার শুটিং করেন সুমন আনোয়ার। করোনার মধ্যে কাজ করতে গিয়ে নিজেকে রীতিমতো যোদ্ধা মনে হচ্ছিল, জানালেন সুমন আনোয়ার। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে আজ বৃহস্পতিবার থেকে ছবিটা দেখা যাবে।

জন্মের পর বাবার বাড়িতে শৈশব–কৈশোর পার করে একটা মেয়ে, বিয়ের পর স্বামীর বাড়িতে যায়। তার আসলে নিজের কোনো বাড়ি নেই। তবে একটা ঘর আছে। রান্নাঘর। সেই ঘরের গোছগাছ, হাঁড়িটা কোথায় থাকবে, পাতিলটা কীভাবে থাকবে, এসব করেই তার দিন কেটে যায়। এ রকম একজন আশ্রিত মেয়েকে নিয়ে গল্প।