June 29, 2022

Knight TV

fight for justice

আজ কে হচ্ছেন নতুন উসাইন বোল্ট?

  • আগস্ট, ২০২১ 

অলিম্পিক আসরের অন্যতম দর্শক মাতানো ইভেন্ট হলো ১০০ মিটার দৌড়। মাত্র ১০ সেকেন্ডের  এই প্রতিযোগিতা, কিন্তু এটা নিয়ে বিশ্ববাসীর এর উদ্বেগ শেষ নেই। ৩ টি অলিম্পিক গেমসে  সেরা হওয়ার খেতাবটি উসাইন বোল্ট ছাড়া অন্য  আর কেউ পাননি। তাই  নতুন করে এবার এই খেলায় নতুন দ্রুততম মানব দেখবে বিশ্ব। আজ রবিবার সন্ধ্যায় পুরুষদের ১০০ মিটার দৌড়ের ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

এ খেলায় যারা যারা অংশগ্রহন করছেন তারা হলেনঃ

যুক্তরাষ্ট্র  থেকে থাকছেন ট্রেভন ব্রোমেল,:  ২০২১ সালে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম মানব এখন এই ২৬ বছর বয়সী খেলয়ার।

 এরপর থাকছেন ফ্রেড কার্লে, তিনিও দ্রুততম একজন খেলয়ার হিসেবে খেতাব জয় করেন।

রনি বেকার,  তিনি খেলায় আএক চাম্পিয়ান হিসেবে পরিচিত।

 কানাডা থেকে থাকছেন আন্দ্রে ডি গ্রাস, থাকছেন  : কানাডিয়ান খেতাব জয়ী এই দৌড়বিদ এখন ভালো ফর্মে আছেন।

আকানি সিমবাইন, দক্ষিণ আফ্রিকা : তিনি  সবার কাছে পরিচিত অলিম্পিক জয়ী হিসেবে।

জ্যামাইকা থেকে থাকছেন ইয়োহান ব্লেক, :  উসেইন বোল্টের যোগ্য উত্তরসূরী এবং গোল্ড জেতা এই চাম্পিয়ান।