
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নসরতপুর এলাকায় সকাল পৌনে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রীরা কর্মস্থলে যাচ্ছিলেন।অটোরিকশায় ট্রাক চাপা দেয়ার ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তখনই আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।সেখানে চিকিৎসাধীন আহত আরেকজন মারা যান কিছুক্ষণ পরেই।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন সুহাগ মিয়া, আহাদ মিয়া, অনুপা বেগম, মো. আলাউদ্দিন ও স্বপন মিয়া। তাদের মধ্যে আছেন এক দম্পতিও।
ধারণা করা হচ্ছে তারা সবাই একই প্রতিষ্ঠানের কাজ করতেন। লাশ রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে।
More Stories
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন!৮ কোম্পানির বিরুদ্ধে মামলা
নোটিশ দিয়ে চা-রুটি-পরোটার দাম বৃদ্ধি!
চাকরি দেওয়ার নামে তরুণীকে রাতভর গণধর্ষণ, ভিডিও ধারণ